পেন ড্রাইভের এর আইকন পরিবর্তন করুন

 যদি আপনি আপনার রিমুভেবল ডিস্ক যেমনঃ পেন ড্রাইভ, ফ্ল্যাশ ড্রাইভ ইত্যাদি এর আইকন পরিবর্তন করতে চান অর্থাত ইউ. এস. বি.  পোর্টে, পেন ড্রাইভ ঢোকানোর পর My Computer খুললে, পেন ড্রাইভের যে আইকন টি দেখা যায়। চলুন এবার  দেখা যাক কিভাবে রিমুভেবল ডিস্ক এর আইকন( পেন ড্রাইভের আইকন ) পরিবর্তন করা যায়।

সাধারনত আমরা যখন রিমুভেবল ডিস্ক (পেন ড্রাইভ , ফ্ল্যাশ ড্রাইভ ইত্যাদি) আমাদের কম্পিউটার এর ইউ.এস.বি পোর্ট এ সংযুক্ত করি তখন এরকম আইকন টি দেখি;

আপনি ছোট্ট দুটি ধাপে আপনার রিমুভেবল ডিস্ক এর আইকন পরিবর্তন করে দিতে পারবেন।

ধাপ গুল :

১। প্রথমেই একটি আইকন নির্বাচন করুন (ডাউনলোড করে নিতে পারেন আবার আপনার ছবি কে ১২৮x১২৮ পিক্সেল এ সাইজ করে নিতে পারেন। তবে লক্ষ রাখতে হবে, তা যেন অবশ্যই .ico ফরম্যাট এ থাকে। ধরুন আইকন ফাইল টির নাম, PIC.ICO),

এবার নোট প্যাড খুলে নিচের কমান্ড গুলো লিখে ফেলুন;

[autorun]
label= YourName
Icon=PIC.ICO

২। কমান্ড লেখা টেক্সট ফাইল টিকে সেভ করুন, autorun.inf  নামে। এবার, আইকন ফাইল (এ ক্ষেত্রে PIC.ICO) এবং autorun.inf ফাইল, এই দুটি কপি করে পেস্ট করে দিন আপনার রিমুভেবল ডিস্কএর মধ্যে।
কি কিছুই হয় নি ? একবার আপনার রিমুভেবল ডিস্কটিকে কম্পিউটার থেকে আনপ্লাগ করে আবার প্লাগ ইন করুন.

আমার ব্লগ Copyright © 2011 - 2015 -- Blog Author Kalyan Kundu