উইন্ডোজ 7এর ভার্চুয়াল মেমোরি কনফিগার করার পদ্ধতি

অনেক সময় উইন্ডোজ ব্যবহারকারীরা একটি বার্তা টাস্কবারে পেয়ে থাকেন “windows virtual memory is too low”। এই সমস্যার সমাধান করবেন কি করে.

এর আগে জেনে নেই ভার্চুয়াল মেমরি কী?

ভার্চুয়াল মেমরি হল আপনার হার্ডডিস্কের একটি ফ্রি স্পেস যা উইন্ডোজ RAM  এর মত ব্যবহার করে অস্থায়ীভাবে তথ্য জমা রাখে। প্রয়োজন শেষে নিজে থেকেই মুছে ফেলে। এটি RAM  এর থেকে অনেক স্লো কিন্তু যখন কোনো অ্যাপ্লিকেশান চালানোর জন্য এক্সট্রা মেমরির দরকার হয়, তখন এর প্রয়োজন হয়।
যাদের ৪ বা ৬ গিগাবাইট RAM  থাকে, তাদের ভার্চুয়াল মেমরি না ব্যবহার করলেও চলে। কিন্তু বলা তো যায় না কখন দরকার লাগে, তাই উইন্ডোজ ডিফল্টভাবে আপনার সিস্টেম ড্রাইভের কিছু অংশ রেখে দেয় ভার্চুয়াল মেমরি হিসেবে।

আসুন দেখি কি ভাবে ভার্চুয়াল মেমরি বাড়াবেন বা কমাবেনঃ 

প্রথমে My Computer এ right click করে properties ওপেন করুন।

তারপরে বামে ছবিতে দেখানো মত Advanced System Settings এ ক্লিক করুন।

এরপর advanced ট্যাবের settings এ ক্লিক করুন
Performance options এর advanced ট্যাবে ছবির মত change বাটন ক্লিক করুন।

Automatically manage paging files for all drives এর টিক চিহ্ন তুলে দিন।

Custom size এ সিলেক্ট করে সেখানে initial size ও maximum সাইজ দিন।  initial size অবশ্যই আপনার RAM  এর সমান ও ম্যাক্সিমাম সাইজ আপনার RAM  এর  দ্বিগুন দিন।

Set ক্লিক করে OK ক্লিক করুন।
কম্পিউটার রিস্টার্ট হতে চাইলে রিস্টার্ট করুন।
এখানে উইন্ডোজ ৭ ব্যবহারকারীদের জন্য দেখানো হয়েছে। উইন্ডোজ এক্সপির জন্যেও প্রায় একই ভাবে করা যায়।

 

আমার ব্লগ Copyright © 2011 - 2015 -- Blog Author Kalyan Kundu