মোবাইলের ফোল্ডার হাইড করুন কোন সফটওয়্যার ছাড়াই

আমাদের মোবাইলে হয়তো কিছু ফোল্ডার থাকে, যা একান্তই আমাদের ব্যাক্তিগত। যা বিভিন্ন সফটওয়্যার দিয়ে হাইড করে রাখেতে চাই।
কিন্তু কোন সফটওয়্যার ছাড়াই খুবই সহজে আপনার নকিয়া ফোনে কোন ফোল্ডার হাইড করে রাখতে পারেন। আসুন  দেখা যাক কিভাবে নকিয়া ফোনে কোন ফোল্ডার হাইড করে রাখতে যায়।


ফোল্ডার হাইড করতে :

১) যে ফোল্ডার টি কে হাইড করেবেন সেই ফোল্ডার কে  rename করুন এবং সাথে extension name  .jad যুক্ত করুন। যেমন ধরুন video নামের ফোল্ডার টির নাম পরিবর্তন করে  video.jad করা হল।
2) এবার আরও একটি নতুন ফোল্ডার তৈরী করুন এবং ১ম যে ফোল্ডার খুলেছিলেন সেই নাম দিন এবং সাথে .jar যুক্ত করুন। যেমন video.jar।
এখন দেখুন আপনার video.jad ফোল্ডার টি দেখা যাচ্ছে না! শুধুমাত্র video.jar ফোল্ডার টি কিভাবে দেখা যাবে।



ফোল্ডার হাইড করতে :

১) video.jar ফোল্ডার টি  rename করে .jar মুছে দিন অথবা video.jar মুছে দিন। এখন দেখুন  video.jad ফোল্ডার শো করছে!
পুনরায় ২য় ফোল্ডার টিকে rename করে আবার .jar যুক্ত করলে ১ম ফোল্ডার টি হাইড হয়ে যাবে!!
(জাভা এনাবল মোবাইলের ক্ষেত্র প্রযোজ্য)

আমার ব্লগ Copyright © 2011 - 2015 -- Blog Author Kalyan Kundu