কমপিউটারের USB Port লক করে রাখুন

আপনি চাইলে আপনার কমপিউটারের USB Port লক করে রাখতে পারেন। সে সময় কোন পেনড্রাই বা USB ড্রাইভ সাপোট করবে না। প্রয়োজন হলে আবার আনলক করে নিতে পারবেন। সে জন্য যা যা করতে হবে।








USB Port ডিসএবল করার নিয়ম:


1. Start মেনু থেকে Run এ ক্লিক করুন।

2. রান বক্সে regedit টাইপ করে OK করুন।

3. এই ঠিকানায় প্রবেশ করুন:
 
HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Services\UsbStor

4. রাইট প্যান থেকে Start এ ডাবল ক্লিক করুন।

5. ভ্যালু ডাটা বক্সে 4 টাইপ করুন, Hexadecimal এ ক্লিক করুন (যদি এটা সিলেক্ট করা না থাকে), ওকে প্রেস করুন।

6. কাজ শেষ Registry Editor ক্যানসেল করুন।



 
USB Port এনাবল করার নিয়ম:


1. Start মেনু থেকে Run এ ক্লিক করুন।

2. রান বক্সে regedit টাইপ করে OK করুন।

3. এই ঠিকানায় প্রবেশ করুন:
HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Services\UsbStor

4. রাইট প্যান থেকে Start এ ডাবল ক্লিক করুন।

5. ভ্যালু ডাটা বক্সে 3 টাইপ করুন, Hexadecimal এ ক্লিক করুন (যদি এটা সিলেক্ট করা না থাকে), ওকে প্রেস করুন।

6. কাজ শেষ Registry Editor বন্ধ করুন।


আমার ব্লগ Copyright © 2011 - 2015 -- Blog Author Kalyan Kundu