RAM এর নাম করণের কারন

বর্তমানে কমপিউটারে যে সব RAM ব্যবহার হয় সেগুলি হয় DDR1, DDR2 না হয় DDR3 কিন্তু আমরা অনেকেই জানিনা যে RAM এর এরকম নামের কারন কি।




DDR এর পুরো নাম হল  Double Data Rate।

SDRAM-- Synchronous Dynamic Random Access Memory।  আর এই SDRAM এর Single Data Rate (SDR) এর উন্নততর রূপ হচ্ছে DDR ।

RAM এর Frequency এবং Voltage বিচারে Data Rate এর Update Face বা উন্নত রূপকে DDR, DDR2, DDR3- এভাবে নামকরণ করা হয়।
যেমন : DDR/DDR1 RAM এর Frequency ১০০-৪০০ MHz এবং Voltage : ২.৫-২.৬ ,

DDR2 RAM এর Frequency ৫৩৩-৮০০ MHz এবং Voltage : ১.৮ এবং

DDR3 RAM এর Frequency ১০৬৬-১৩৩৩ or higher MHz এবং Voltage : ১.৫ ।

একই ধারাবাহিকতায় RAM এর নাম করণ করা হয়।

আমার ব্লগ Copyright © 2011 - 2015 -- Blog Author Kalyan Kundu