এন্ড্রয়েড লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
এন্ড্রয়েড লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

এন্ড্রয়েড-৪.৪ কিটক্যাটে নতুন কয়েকটি বৈশিষ্ট্য

এন্ড্রয়েড কিটক্যাট ” -এ যে সব নতুন বৈশিষ্ট্য যুক্ত হয়েছে...
android kitkat

অপটিমাইজ মেমরি :

অসাধারণ আর্কিটেকচার ব্যবহার করে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে এই অপারেটিং সিস্টেমে। মেমরি অপটিমাইজ করার ফলে এন্ড্রয়েড কিটক্যাট অপারেটিং সিস্টেম এখন ৫১২ র‍্যাম এর ডিভাইসেও অনায়েসে চলতে পারবে। আগে যে সব উতপাদকেরা তাদের লো-এন্ড ডিভাইসের জন্য এখনও অ্যান্ড্রয়েড ২.৩ জিঞ্জার ব্রেড ব্যবহার করে যাচ্ছিল তারা এখন ইচ্ছে করলেই কিটক্যাটে অপারেটিং সিস্টেমে ব্যবহার করতে পারবেন।


গুগল এক্সপেরিয়েন্স লাঞ্চার :

গুগলের এই লাঞ্চারটি এন্ড্রয়েড ৪.৪ এর অংশ নয়, কিন্তু গুগলের নেক্সাস ৫ এ এন্ড্রয়েড ৪.৪ এর সাথে অফিসিয়ালি ইন্টিগ্রেটেড হয়েছে গুগলের এক্সপেরিয়েন্স লাঞ্চারটি। গুগলের সচ্ছ এই অ্যাপ লাঞ্চারটিতে স্ট্যাটাস বার সহ হোম স্ক্রিনে থাকছে নেভিগেশন বার, এই বারটি এখন পুরোপুরি স্বচ্ছ যা অ্যান্ড্রয়েড ৪.৪ কে করেছে আরো আকর্ষণীয়। ফলে ব্যাকগ্রাউন্ডে আপনার প্রিয় ওয়াল-পেপারটিকে দেখতে আর কোন অসুবিধে হবে না।


ডায়ালার সার্চ :

এন্ড্রয়েড ৪.৪  কিটক্যাট- এ যুক্ত হওয়া নতুন ডায়ালার এর মাধ্যমে আপনি ব্যবসায়িক উদ্যেশ্যে যে কোন প্রতিষ্ঠানকে কল করতে পারবেন ডায়ালার থেকেই। এই ডায়ালার এখন আপনাকে, আপনার কাছাকাছি আপনার পছন্দের বস্তুটি সম্পকৃত তথ্য যেমন ,ফোন নাম্বার লিস্ট আকারে দেখিয়ে দিতে থাকবে। অথবা এখান থেকে যদি আপনি কোন ফোন কল পান তবে অ্যান্ড্রয়েড স্বয়ংক্রিয় ভাবে গুগলে সার্চ করে আপনাকে ফোন দাতার যথা সম্ভব সঠীক তখ্য আপনাকে দেখানোর চেস্টা করবে। যেমন ধরুন আপনার কোন স্থানীয় দোকানের ফোন নাম্বার দরকার। ডায়ালের এ গিয়ে দোকানের নামটি লিখুন, নাম্বারটি খুজে বের করার কাজটি করবে গুগল।


আপডেটেড হ্যাংআউট এ্যাপস :

গুগল তাদের এন্ড্রয়েড ৪.৪  কিটক্যাট -এ হ্যাংআউট অ্যাপটিকে এসএমএস এর সাথে ইন্টিগ্রেটেড করে দিয়েছে। গুগল চায় যে আপনার সকল মেসেজ একটি স্থানে থাকুক। একারনে ডিফল্ট এ্যাপস কে বাদ দিয়ে এর ব্যাবস্থা করা হয়েছে।


ক্লাউড প্রিন্টিং :

এই সংস্করণটিতে যুক্ত হয়েছে প্রিন্টিং ফ্রেমওয়ার্ক। এন্ড্রয়েড ৪.৪  কিটক্যাটে এই বিল্ট-ইন সিস্টেম ফিচারটি প্রাথমিক ভাবে শুধু মাত্র গুগলের ক্লাউড প্রিন্ট এবং এইচ-পি’র ইপ্রিন্ট সাপোর্ট করবে। কিন্তু ডেভেলপাররা চাইলে এপিআই ব্যবহার করে আরো অনেক প্রিন্টার জুড়ে নিতে পারেন ।

নতুন গ্রে ইন্টারফেস :

পূর্বের সব ভার্শনের জেলি বীনের মত নিওন-ব্লু হ’লো ইন্টারফেস এর পরিবর্তে এবার ব্যবহার করা হয়েছে ধুসর রঙ। যেমন ব্যাটারি, ওয়াই-ফাই, এন্ড্রয়েড ৪.৪  কিটক্যাটের স্টাটাস বারের সেলুলার আইকন গুলো এখন ধুসর। কুইক সেটিং’স প্যানেল সহ গুগলের কি-বোর্ড এর রং এখন ধুসর।

এছারা আরে কিছু নতুন বৈশিষ্ট্য,  যেমন  নতুন কলার আইডি,  ক্রোম ওয়েবভিউ, স্টেপ (হাঁটাচলা) রেকর্ডার-কাউন্টার, উন্নততর কানেক্টিভিটি, স্ক্রিন রেকর্ডার, নতুন লক এবং হোম স্ক্রিন ইত্যাদি।

আমার ব্লগ Copyright © 2011 - 2015 -- Blog Author Kalyan Kundu