থ্রিজি প্রযুক্তি কি ?

থ্রিজি প্রযুক্তিকে বলা হয় তৃতীয় প্রজন্মের তারবিহীন প্রযুক্তি(Third Generation of Wireless Technologies)। ডব্লিউ-সি. ডি.এম.এ. (W-CDMA), ডব্লিউ.এল. এ.এন (WLAN) এবং সেলুলার রেডিও এরকম অন্যান্য আরো প্রযুক্তির সম্মিলিত সংস্করণ হলো থ্রিজি প্রযুক্তি।  এটি পূর্বের ওয়ারলেস প্রযুক্তি গুলোর চেয়ে অনেক বেশি উন্নত একটি প্রযুক্তি। এটি যেমন দ্রুত গতিতে তথ্য আদান প্রদান করতে পারে, তেমনি উন্নত মাল্টিমিডিয়া ও বিশ্বব্যপী রোমিং সুবিধা প্রদান করতে সক্ষম। থ্রিজি প্রযুক্তিটি মূলত ব্যবহার করা হয় মোবাইল ফোনের জন্য।



থ্রিজি প্রযুক্তি কেন উন্নত ?

১। অনেক দ্রুত তথ্য আদান-প্রদান ক্ষমতা ।
২। অডিও এবং ভিডিও হিসেবে তথ্য আদান প্রদান সুবিধা ।
৩। ভিডিও কনফারেন্স সামর্থন ।
৪। উচ্চগতি সম্পন্ন ওয়েব এবং ওয়াপ ইন্টারনেট ব্রাউজিং  ।
৫। আই.পি.টিভি ( ইন্টারনেটের মাধ্যমে টিভি দেখা সম্ভব ) ।



থ্রিজি প্রাযুক্তিতে তথ্য আদান প্রদান গতি :

দ্রুত গতিতে চলমান অবস্থায় তথ্য আদান প্রদানের  গতি ১২৮ থেকে ১৪৪ কিলোবাইট পার সেকেন্ড।
কম গতিতে চলমান অবস্থায় তথ্য আদান প্রদান  ৩৮৪ কিলোবাইট পার সেকেন্ড।
স্থির অবস্থায় তথ্য আদান প্রদান গতি ২ মেগাবাইট পার সেকেন্ড।

404 Error কি ?

আমরা অনেক সময় ওয়েব সাইটের অ্যাড্রেস লিখলে 404 এরর বা পেজ টি খুঁজে পাওয়া গেলো না, এরকম মেসেজ পেয়ে থাকি, এই 404 এরর হল একটি ওয়েবসাইটের কমন মেসেজ, যার দ্বরা বোঝাযায় ওয়েবপেজটি খুঁজে পাওয়া যায়নি। আবার এটিও হতে পারে  ইউজার যদি কোন ভুল লিঙ্কে ক্লিক করে, তাহলে এই মেসেজটি দেখাতে পারে। " 404 এরর বলতে বোঝায় যে, সার্ভারটি চলমান(valid), কিন্তু ওয়েবপেজটি কিংবা ওয়েবপেজে যাওয়ার পথটি(path) বৈধ(valid) নয়"
প্রশ্ন জাগতে পারে কেন একে "মিসিং ওয়েবপেজ এরর ? "  না বলে  "404 এরর" বলা হয় ?  যখন ওয়েব সার্ভার একটি পেজ খুঁজে পায় না, তখন ওয়েবসার্ভার থেকে 404 এরর তৈরী হয় । আর এই এরর কোড সার্চ ইঞ্জিন বুঝতে পারে।ফলে সার্চ ইঞ্জিন, সার্চ রেজাল্ট থেকে এই পেজটিকে সরিয়ে রাখে। এমনকি 404 এররকে ওয়েবস্ক্রীপ্ট এবং ওয়েব মাস্টার টুলগুলো সনাক্ত করতে পারে। ফলে ওয়েবমাস্টাররা ঐ পেজটিকে সনাক্ত করে ঠিক করার চেষ্টা করে।

404 নাম করনের কারন :  WWW এর প্রথম ডাটাবেজ ছিল সুইজারল্যান্ডের একটি অফিসের চারতালার 404 নাম্বার ঘরে। সেখানে ফাইল আদান প্রদান করার সময় কোন ভুল হলে  “404: পাওয়া যায়নি” মেসেজ লেখা হত। সেখান থেকে আসা শব্দটি দ্বারা এখন সার্ভারে পেজ পাওয়ানা গেলে 404 এরর দেখানো হয়।



এন্ড্রয়েড কি ?

এন্ড্রয়েড হলো একটি অপারেটিং সিস্টেম, যা মোবাইল ফোনের জন্য ব্যবহার করা হয় । কমপিউটার কে চালাতে যেমন একটি অপারেটিং সিস্টেম, যেমন উইন্ডোজ এক্সপি, ভিসতা, উইন্ডোজ ৭, ম্যাক বা লিনাক্স অপারেটিং সিস্টেমের প্রয়োজন তেমনি মোবাইল ফোনের জন্য একটি অপারেটিং সিস্টেমে প্রয়োজন হয় । এন্ড্রয়েড সেরকম একটি মোবাইল ফোন অপারেটিং সিস্টেম, এন্ড্রয়েড ছাড়া আরো কিছু মোবাইল ফোন অপারেটিং সিস্টেম যেমন নকিয়ার সিম্বিয়ান, এপলের iOS, রিম’এর ব্ল্যাকবেরি os, মাইক্রোসফটের উইন্ডোজ ফোন ইত্যাদি।  প্রথম দিকে এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমে মোবাইল ফোনের জন্য হলেও এখন এই অপারেটিং সিস্টেমে চলছে নেটবুক, ট্যাবলেট ও গুগল টিভি।

আমরা যেমন কমপিউটারে বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করি। তেমনি এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সাথে  কিছু ইন-বিল্ট এপলিকেশন, গেম, উইজেট রয়েছে। এন্ড্রয়েড SDK (Software Development Kit), যার সাহায্যে এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম বা প্লাটফর্মের জন্য এন্ড্রয়েড এপলিকেশন তৈরি করা হয়। এন্ড্রয়েড SDK এর মধ্যে সোর্স কোড সহ স্যাম্পল প্রজেক্ট, ডেভলপমেন্ট টুলস, ইমুলেটর এবং এন্ড্রয়েড প্রজেক্ট  তৈরি করার জন্য প্রয়োজনীয় লাইব্রেরি রয়েছে। এন্ড্রয়েড এপলিকেশন জাভা প্রোগ্রামিং ল্যাংগুয়েজে লেখা হলেও এন্ড্রয়েড SDK সাহায্যে তৈরী করা হয়
এন্ড্রয়েড ফোন কি ?
যেসব মোবাইল ফোন প্রস্তুতকারক কোম্পানি এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করে, যেমন - Acer, Alcatel, Dell, Gigabyte, HTC, Huawei, LG, Motorola, Nexus, Samsung, T-Mobile, Toshiba, Vodaphone, ZTE এর মত বড় বড় প্রায় সব কোম্পানি। বর্তমানে এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম জনপ্রিয় একটি নাম।

হিতাচি তৈরী করল বিশ্বের সবচেয়ে পাতলা হার্ডডিক্স

Hitachi গ্লোবাল স্টোরেজ প্রযুক্তি তৈরী করল বিশ্বের প্রথম এবং একমাত্র 7mm 2.5 হার্ড ডিস্ক ড্রাইভ (HDD) সঙ্গে 7200rpm গতি এবং 500GB ধারন ক্ষমতা , যাতে একটি মাত্র প্ল্যাটার ব্যবহার করা হয়েছে, ফলে ডিভাইসটি অতি -পাতলা এবং কম বিদ্যুৎ শক্তি খরচ লক্ষ্য পুরন করতে পেরেছে ।

 বিদ্যুৎ শাস্রয়ী এই হার্ড ড্রাইভটি পূর্ণ ক্ষমতা প্রয়োগের সময় ২.১ ওয়াট, আর যখন কোন কাজ করে না তখন ০.৮ ওয়াট এবং standby মোডে 0.2 ওয়াট বিদ্যুৎ ব্যবহার করে থাকে। নতুন এই 7mm হার্ডডিস্ক ড্রাইভ টি 7200rpm গতি, 32MB বাফার, সিরিয়াল ATA 6 Gb/s ইন্টারফেস এবং 1369 Mb/s (171 MB/s) মিডিয়া ট্রান্সফার রেট প্রদান করতে সক্ষম ।



বিশ্বের সবচেয়ে পাতলা হার্ডডিক্স


বিএসএনএল ও আনতে চলেছে কম মূল্যের ট্যাবলেট কম্পিউটার

এবার ভারতীয় টেলিকম অপারেটর বিএসএনএল ও ভারতের বাজারে আনতে চলেছে কম মূল্যের ট্যাবলেট কম্পিউটার। বিএসএনএল ও প্যান্টেন টেকনোলজি-র সঙ্গে যৌথউদ্দগে তৈরী হতে চলেছে কম মূল্যের পেনটা টিপ্যাড আই.এস ৭০১ আর ( Penta TPAD IS701R) মডেলের ট্যাবলেট টি। তাদের দাবী অন্যান কম মূল্যের ট্যাবলেট কম্পিউটার গুলির তুলনায় তাদের ট্যাবলেট কম্পিউটার টি আরও অনেক বেশি ক্ষমতা সম্পন্ন । বিএসএনএল জানিয়েছে আগামী পহেলা মার্চ, ২০১২ থেকে রিটেইল স্টোর এবং বিএসএনএল আউটলেটগুলোতে পাওয়া যাবে।

Penta TPAD IS701R বৈশিষ্ট্য:

ওয়েব ব্রাউজ করুন, ইউটিউবে ভিডিও, ইমেইল চেক এবং অ্যান্ড্রয়েড ™ 2.3 সহ আরো অনেক কিছু এবং উচ্চ গতির 1 GHz প্রসেসর এবং DDRII 256MB RAM উপস্থিত. এছারা ইন্টিগ্রেটেড, LCD / LED টিভি সঙ্গে সংযোগ জন্য HDMI পোর্ট । জনপ্রিয় ভিডিও, গান, এবং ছবির বিভিন্ন ফরম্যাটের সাপোর্ট করবে। এবং ডাউনলোড ও ইনস্টল করুন Andriod Google Apps। উচ্চ গতির নেটওয়ার্কিং (ওয়াই ফাই 802,11 / b g) সাথে সংযুক্ত wirelessly ইন্টারনেট । সহজেই অ্যাক্সেস করুন ইমেল, অফিস প্যাকেজ এবং গেম, ফেসবুক এবং সামাজিক নেটওয়ার্কিং । Seamless ডিজিটাল মিডিয়া অভিজ্ঞতা । E-book রিডার, Rechargeable লিথিয়াম পলিমার-ব্যাটারি । এছাড়াও বিএসএনএল এর ক্রেতাদের জন্য ২ মাসের ৫ গিগাবাইট ফ্রি ডাটা ব্যবহারের সুবিধা।


Penta TPAD IS701R স্পেসিফিকেশন:

CPU - IMAP210 1GHz
O / S - অ্যান্ড্রয়েড 2.3
RAM - DDR2 256MB
ফ্ল্যাশ - 2GB TF
কার্ড - 32G সাপোর্ট WiFi - 802.11b/g/n LCD
রেজল্যুশন - 7 "TFT, 16:9, 800 * 600
টাচ স্ক্রিন - resistive
জি সেন্সর - Rotator screen, 3D গেম
ক্যামেরা - 0.3MP
USB - USB-x 1
ব্যাটারি - li-আয়ন 3000mah 5V2A
ভিডিও - Max.1280 * 720 MKV (H.264 HP) AVI rm / RMVB flv WMV9 MP4
ফ্ল্যাশ সাপোর্ট - Adode ফ্ল্যাশ 10.3
অডিও -MP3/WMA/APE/FLAC/AAC/OGG/AC3/WAV


Penta TPAD IS701R মডেলটির দাম :  3,499 টাকা মধ্যে ।


এছাড়াও বিএসএনএল তৈরী করেছে  ট্যাবলেটে কম্পিউটারের আরও দুইটি সংস্করণ T-Pad WS704C ও T-Pad WS802C । এতে রয়েছে ক্যাপাসিটিভ টাচস্ক্রিন , এটিতে আইএস৭০১আর মডেলটির মতোই স্পেসিফিকেশন, তবে এতে সিম-স্লট সুবিধা রয়েছে। এর মাধ্যমে থ্রিজি সংযোগ সুবিধা পাবেন ব্যবহারকারীরা। রয়েছে অ্যাক্সেলারেটেড জিপিএস সুবিধাও। রয়েছে ২ মেগাপিক্সেল ক্যামেরা, ৫১২ RAM । এগুলির দাম পড়বে প্রায় ১০ হাজার ৯৯৯ টাকা এবং ১৩ হাজার ৫০০ টাকা ।

T-Pad WS802C



অগ্রীম বুকিং করতে এখানে ক্লিক করুন ।



 

কম্পিউটারের ড্রাইভ গুলো ওপেন হচ্ছে না ?

কম্পিউটারের ড্রাইভ গুলো ডাবল ক্লিক করে ওপেন হচ্ছে না । ওপেন করতে গেলেই দেখায়  “open with” option আসচ্ছে এরকম একটা বিরক্তকর অবস্থা আমাদের অনেক কেই সন্মুখিন হতে হয় । এটা সাধারণত autorun ভাইরাসের জন্য হয়ে থাকে। তাই আমাদের কম্পিউটারের c,d,e,f বা এই জাতিয় ড্রাইভ গুলো ওপেন করতে ব্যর্থ হয়ে থাকি। খুব সহজেই এই সমস্যার সমাস্যার সমাধান আপনি ও করতে পারবেন।





যা করতে হবে -



১) ‘Run” এ গিয়ে “cmd’  লিখে  কম্যান্ড প্রমট ওপেন করুন।
২) এবার  “cd\”  লিখে তার পরে এন্টার চাপুন। (কোটেশন দিবেন না)
৩) এবার আপনার ভাইরাস আক্রান্ত ড্রাইভ এর নাম দিন, যদি সি ড্রাইভ হয় তাহলে  C: লিখে এন্টার দিন।
৪) এবার  “attrib -r -h -s autorun.inf” লিখে এন্টার চাপুন।
৫) শেষে del autorun.inf লিখে এন্টার চাপুন।

আমার ব্লগ Copyright © 2011 - 2015 -- Blog Author Kalyan Kundu