কম্পিউটারের ড্রাইভ গুলো ওপেন হচ্ছে না ?

কম্পিউটারের ড্রাইভ গুলো ডাবল ক্লিক করে ওপেন হচ্ছে না । ওপেন করতে গেলেই দেখায়  “open with” option আসচ্ছে এরকম একটা বিরক্তকর অবস্থা আমাদের অনেক কেই সন্মুখিন হতে হয় । এটা সাধারণত autorun ভাইরাসের জন্য হয়ে থাকে। তাই আমাদের কম্পিউটারের c,d,e,f বা এই জাতিয় ড্রাইভ গুলো ওপেন করতে ব্যর্থ হয়ে থাকি। খুব সহজেই এই সমস্যার সমাস্যার সমাধান আপনি ও করতে পারবেন।





যা করতে হবে -



১) ‘Run” এ গিয়ে “cmd’  লিখে  কম্যান্ড প্রমট ওপেন করুন।
২) এবার  “cd\”  লিখে তার পরে এন্টার চাপুন। (কোটেশন দিবেন না)
৩) এবার আপনার ভাইরাস আক্রান্ত ড্রাইভ এর নাম দিন, যদি সি ড্রাইভ হয় তাহলে  C: লিখে এন্টার দিন।
৪) এবার  “attrib -r -h -s autorun.inf” লিখে এন্টার চাপুন।
৫) শেষে del autorun.inf লিখে এন্টার চাপুন।

আমার ব্লগ Copyright © 2011 - 2015 -- Blog Author Kalyan Kundu