উইন্ডোজ ৮ -এও স্টার্টমেনু ও স্টার্ট বাটন !

উইন্ডোজ ৮ ব্যাবহার করে যারা হতাশ হয়েছেন টাস্কবারে Start Menu এর অনুপস্থিতি দেখে। আবার যাদের প্রথম প্রথম কম্পিউটার Shutdown বাটনটি খুজে পেতে সমস্যা হয়েছে তাদের জন্য উইন্ডোজ ৮ এও আগের মতো  টাস্কবারে Start Menu কে ফিরে পেতে পারেন খুব সহজে।

start menu
উইন্ডোজ ৮ স্টার্টমেনু ও স্টার্ট বাটন



১. ক্লাসিক সেল (Classic Shell)
 ক্লাসিক সেল উইন্ডোজ ৮ এর জন্য তৈরী করা একটি ফ্রি ও ওপেনসোর্স Start Menu । এটিতে উইন্ডোজ-৭,  উইন্ডোজ-ভিস্তা, এক্সপি এর Start menu এর মত থিম রয়েছে। এছাড়াও রয়েছে কাস্টমাইজ করার সুবিধা।

start menu


ক্লাসিক সেল ডাউনলোড করুন এখান থেকে।

২. আইওবিট স্টার্টমেনু ৮ (IOBit StartMenu8)
IOBit এর StartMenu8 ও আপনাকে  Start Menu ফিরিয়ে দিতে পারবে। এটা আপনাকে আপনাকে Windows 7 এর Start Menu ব্যাবহারের অনুভূতি দেবে।

Start menu


আইওবিট ডাউনলোড করুন এখান থেকে।

আমার ব্লগ Copyright © 2011 - 2015 -- Blog Author Kalyan Kundu